প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড মেসির

সৌজন্যে :ইন্টারনেট -আগের  দিন ব্যর্থ হয়েছেন রোনাল্ডো। শনিবার রাতে তাই গোটা বিশ্বের নজর ছিল আরেক মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi ) দিকে। করোনার জেরে দীর্ঘ বিরতির পর ফিরেই নিজের সেরাটা কি দিতে পারবেন বার্সার রাজপুত্র? সেদিকেই মহা আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন তাঁর সমর্থকরা। বলা বাহুল্য, লিওনেল মেসি তাঁর সমর্থকদের হতাশ করেননি। পরিসংখ্যান হিসেবে মেসির নামের পাশে লেখা থাকবে একটি গোল এবং একটি গোলের পাস। কিন্তু এর বাইরেও যেভাবে তিনি গোটা ম্যাচকে নিয়ন্ত্রণ করলেন তা আবারও প্রমাণ করে দিল কেন তাঁকে বিশ্বের সেরা বলা হয়। মেসির এই ম্যাজিক্যাল পারফরম্যান্সের জোরে দুর্বল মালোর্কাকে ৪-০ গোলে হারিয়ে দিল বার্সেলোনা।



স্টেডিয়ামের সাউন্ড বক্সে এদিন শোনা যাচ্ছিল দর্শকদের চিৎকার। স্টেডিয়ামের দর্শক আসনও এমনভাবে রং করা হয়েছিল যাতে মনে হয় স্টেডিয়ামজুড়ে  দর্শক পরিপূর্ণ। সেই ভারচুয়াল দর্শকের সামনে মেসিকে দেখা গেল নতুন রুপে। দাড়ি-গোঁফ নেই। আগের মতো চুল লম্বা। নতুন রুপে খেলতে নেমে নতুন রেকর্ডেরও মালিক হলেন লিও। এদিন খেলার শেষ মুহূর্তে এই মরশুমে নিজের কুড়িতম গোলটি করে ফেলেন বার্সা অধিনায়ক। ফলে একমাত্র ফুটবলার হিসেবে টানা ১২ মরশুম লা-লিগায় ২০ বা তার বেশি গোলের মালিক হলেন মেসি। লিওর এই অনন্য রেকর্ডের আগেই অবশ্য আরও তিনটি গোল করে ফেলেছে বার্সেলোনা ( Barcelona )। বার্সার হয়ে এদিন প্রথম গোলটি করেন ভিদাল। মেসির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন ব্রেথওয়েট। বার্সার জার্সি গায়ে এটাই প্রথম গোল তাঁর। বার্সেলোনার হয়ে তৃতীয় গোল আলবার। বার্সেলোনার হয়ে শেষ গোলটি করেন মেসি নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *