বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্যাক হাউস তৈরির ব্যপারে আমবাজার পরিদর্শন

Published on: June 24, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা-‌এ জেলার আম বিদেশে রপ্তানির জন্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আমবাজার পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র-‌সহ অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা আমবাজারে প্যাক হাউস তৈরি করার ব্যাপারে এলাকা পরিদর্শন করা হয়। জানা গেছে, ঝুড়িতে করে আম বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার ক্ষেত্রে দাম পাওয়া যায় না। প্যাকিং বাক্সে আম নিয়ে গেলে দামও মিলবে বলে জানা গেছে। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন-‌এর সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‌আম বাইরে রপ্তানি করার ক্ষেত্রে প্যাক করার খুব জরুরী। সরকারি উদ্যোগে তা হতে চলেছে।’‌ জেলাশাসক এদিন জানান, ‘‌প্যাক হাউস তৈরি করার ব্যপারে আমবাজার পরিদর্শন করা হল। আম বাজারের মধ্যে প্যাক হাউস হলে সুবিধে হবে।’‌

Join Telegram

Join Now