পুনরায় ভোট হোক পাকিস্থানে, দাবি ক্ষমতাচ্যুত ইমরানের

পাকিস্তানে পুনরায় ভোটের দাবি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানে পুনরায় ভোটের দাবি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। ঠিক তার পরেই পাকিস্তানের পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান টুইট করে এই দাবি করেছেন বলে জানা গিয়েছে।

পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান টুইট করে লেখেন, কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষই তা সিদ্ধান্ত নিক। এর পাশাপাশি তিনি আগামী ১৩ এপ্রিল পেশওয়ারে সমাবেশ ট্যুইটারে তিনি লেখেন, “আমরা এখনই নির্বাচন চাইছি। কারণ, অবাধ নির্বাচনের মাধ্য়মে মানুষকে সিদ্ধান্ত নিতে দেওয়ার সেটাই একমাত্র উপায়। বিদেশি শক্তির প্ররোচনায় দেশে শাসক পরিবর্তনের পর বুধবার পেশওয়ারে জলসায় যোগ দেব। আমি চাই, আপনারা সকলে আসুন।” কারণ, পাকিস্তান একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনও বিদেশি শক্তির পুতুল নয়।

 

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সিংহাসনচ্যুত হয়েছেন ইমরান খান। ৩৪২ জন পাক সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এরপরই ইস্তফা দেন পাক অ্যাটর্নি জেনারেল। ভোটের ফল প্রকাশের আগেই হার নিশ্চিত বুঝতে পারেন ইমরান। ইসলামবাদ ছাড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। আস্থা ভোটে হারের পর প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক টুইট করে লেখেন, “বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আজ থেকে ফের শুরু হল”।

 

 

এরপরেই নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেন। গতকাল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী তিনি। নওয়াজ শরিফের ভাই বা PML (N)-এর প্রেসিডেন্ট ছাড়াও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। উল্লেখ্য, ৭৫ বছরের ইতিহাসে পাকিস্তানে কোনও প্রধানমন্ত্রী তাঁর সময়সীমা পূর্ণ করতে পারেননি। ব্যতিক্রম নন ইমরানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *