পানীয় জলের ট্যাংক থেকে বেরোলো জ্যান্ত সাপের বাচ্চা
তুহিন শুভ্র আগুয়ান : এগরা–এগরা পৌর সংস্থার পানীয় জলের ট্যাংক থেকে বেরোলো জ্যান্ত সাপের বাচ্চা।এই নিয়ে এগরা শহরে আজ সকালে জন সাধারণ থেকে ব্যাবসায়ীদের মধ্য আতঙ্ক তৈরী হয়।ঘটনা সকাল 10 টা।এগরা শহরের স্থানীয় ব্যাবসায়ী নবীন বর দোকান খুলে জলের বোতল নিয়ে এক্সিস ব্যাংকের এটিএমের কাছে পৌর সংস্থার জলের ছোট ট্যাংকে জল আনতে যায়।হটাৎ জলের বোতলের মধ্য একটি সাপের বাচ্চা ঢুকে যায় ট্যাংকের কলের মুখ থেকে।চিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসেন।ব্যাবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ট্যাংক পরিষ্কার হয় না।ব্যাবসায়ীদের পক্ষ থেকে টাকা তুলে পরিষ্কার করতে হয় নিজেদের।শুধু তাই নয় জল ট্যাংকের উপরের সিমেন্টের ঢাকনা ভাঙা।
জল নেয়ার জায়গায় নোংরা আবর্জনায় ভর্তি।অপরদিকে এগরা শহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা এগরা পৌর সংস্থার প্রাক্তন পৌর প্রধান স্বপন নায়ক অভিযোগ করে বলেন দীর্ঘদিন জল ট্যাংক গুলো পরিষ্কার হয় না।আমি এই পানীয় জলের ট্যাংকে জ্যান্ত সাপ দেখে হতবম্ভ হয়ে যাই।সাথে সাথে এগরা পৌর সংস্থার পৌর প্রশাসক শঙ্কর বেরা ও পৌর দপ্তরের সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসকে বিষয়টি জানাই।সেই সাথে দায়িত্বে থাকা নবারুণ নায়কে ও বিষয়টি জানাই।দুঃখের বিষয় সাধারণ মানুষ যদি পানীয় জলটা ও ঠিক মতো না পায় এই করোনার সময় আর কি বলা যাবে।সময় মতো যদি জলের ট্যাংক গুলো না পরিষ্কার হয়।মানুষ তো পানীয় জল ও ঠিক মতো খেতে পাবে না।