পলাতক উবার চালক পালসিটে আটক

Fugitive Uber driver arrested in Pulsit

আজ সন্ধ্যায় লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) এর কাছ থেকে মেমারি থানার কাছে খবর আসে যে একজন উবার চালক নাকি একটি বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নগদ, সোনা ও রূপার গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস চুরি করে তার উবার গাড়ি নিয়ে বর্ধমানের দিকে পালিয়েছে।

লেকটাউন থানায় ৮.২.২০২৫ তারিখে ৩৭/২৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে, ধারা ৩৩১(৪)/৩০৫ বিএনএ মেমারি থানা এর এএসআই চয়ন সামন্ত এবং তার টিম পালসিট এ গাড়িটি (WB04H1483) আটকান।

অভিযুক্ত চালক দিলীপ মাহাতো (৩০ বছর), পিতা গারবু মাহাতো, ওয়ার্ড নং ১১, রতোয়ারা, বিন্দওয়ারা, দেওরিয়া, থানা কাত্রা, মুজাফফরপুর, বিহারের বাসিন্দা, তাকে আটক করেন। আসামীর তল্লাশিতে ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লেকটাউন থানা এর তদন্তকারী অফিসার এস আই তাপস রায় মেমারি থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, উদ্ধার হওয়া সমস্ত জিনিস লেকটাউন পিএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *