নদীয়ার নবদ্বীপে বজ্রাঘাতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
গত ৮ জুন গোটা রাজ্য জুড়ে বজ্রাঘাতে প্রায় ২৮ জন ব্যক্তির মৃত্যু হয়। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। ঐদিন নদীয়াজেলা নবদ্বীপে বজ্রাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। বুধবার বিকেলে ওই পরিবারের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আর্থিক অনুদান ও রাজ্য সরকারের দেওয়া দু লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত 8 জুন নদীয়ার নবদ্বীপে মধুসূদন দাস নামে এক ব্যক্তি গঙ্গায় স্নান করতে যায়। এরপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় তার। এদিন ওই মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন শিক্ষা মন্ত্রী। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভা পৌরপতি এবং দলীয় নেতৃত্ব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, দলের নির্দেশেই তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হলো। শুধু তাই নয় তার যে দুই ছেলে রয়েছে তার পড়াশোনার দায়িত্ব শিক্ষা মন্ত্রী হিসেবে আমি নিলাম। এর পাশাপাশি সবসময় তৃণমূল কংগ্রেস এই মৃত পরিবারের পাশে রয়েছে বলেও জানান তিনি ।