নদিয়ার শান্তিপুরে সদ্য সমাপ্ত হওয়া গ্রাম সড়ক যোজনার রাস্তা ধ্বসে পড়লো

নদীয়া:- কিছুদিন আগেই জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিলো নদীয়ার শান্তিপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। বেশিরভাগ অংশই সমাপ্ত হয়েছে সামান্য কিছু কাজ বাকি রয়েছে আর! হরিপুর নৃসিংহপুর ঘাট থেকে শুরু হয়ে বাবলা অঞ্চলের সাহেবডাঙ্গা নিধিকুড় দীর্ঘ 18 কিলোমিটার পথ । হরিপুর মুসলিম পাড়া এলাকায় চার পাঁচ দিন ধরে সদ্য নির্মিত এই রাস্তাটি ভাঙতে শুরু করে, তবে আজ হঠাৎই বিরাট আকার জায়গা নিয়ে ধ্বসনামে প্রায় 12 ফুট গভীরে। যার ফলে আটকে পড়ে, চারচাকা গাড়ি বা তিন চাকার অটো। চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে ওই রাস্তাটি । হরিপুর অঞ্চলের সমগ্র এলাকাবাসী ,ব্যবসায়ী নৃসিংহপুর কালনা যাওয়ার এটিই প্রধান সড়ক। হরিনদি, হিমায়েতপুর , বালিয়াডাঙ্গা সহ বেশকিছু গ্রাম বাগআঁচড়া অঞ্চল এবং হরিপুর অঞ্চলের সাথে বা শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের যোগাযোগ এই রাস্তার উপরেই নির্ভর।

কৃষকের ফসল, গোয়ালার দুধ পরি বহনের ক্ষেত্রে , আনাজ এবং ধান-চাল ব্যবসায়ীরা অত্যন্ত সমস্যায় পড়েছেন এই রাস্তাটি ধসে যাওয়ার ফলে। যদিও পাশ থেকে মোটর সাইকেল, সাইকেল বা হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে।তবে এ প্রসঙ্গে এলাকাবাসীদের মত, রাস্তা তৈরির আগে মাটি পরীক্ষা, মাপজোপের কারনে ইঞ্জিনিয়ারদের আনাগোনা ছিলো প্রতিনিয়ত। তাদের গাফিলতি নাকি, কর্তৃপক্ষের।যার ফলে এলাকাবাসীর এই ভোগান্তি।এ প্রসঙ্গে নদীয়া জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস আমাদের ফোনে জানান , ঐ এলাকায় বাগআঁচড়া থেকে আসা জল, হরিপুরের দিকে যেতে গিয়ে, বাধাপ্রাপ্ত হয় রাস্তায়, তাই রাস্তার কিছুটা দূরে অবস্থিত কালভার্টের পাশ থেকে গভীর গর্তের সৃষ্টি হয়েছে মাটির নিচে। সভাধিপতির সাথে কথা বলে, নদীয়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের উপস্থিত করার ব্যবস্থা করছি অতিসত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *