বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দ্বিতীয় টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

Published on: December 8, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

সামনেই world test championship. ভারত কে ফাইনালে উঠতে গেলে খুব কঠিন একটা পথ অতিক্রম করতে হবে।অস্ট্রেলিয়া তে গিয়ে অস্ট্রেলিয়াকে 4 ম্যাচে হারাতে হবে।অনেকেই মনে করছেন সেটা কঠিন শুধু নয় বেশ কঠিন।প্রথম টেস্ট এ অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার আলো দেখিয়েছিলেন ক্রিকেট প্রেমীদের।কিন্তু 2nd টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া।

ট্রেভিস হেড এক রকম একাই পার্থক্য গড়ে দিলেন বলা চলে ।ইন্ডিয়া কে দেখলে এমনিতেই হেড এর ব্যাট জ্বলে ওঠে।এডিলেড এর টেস্টেও তার ব্যতিক্রম হল না। অবশেষে সিরাজের বলে বোল্ড হয়ে ইনিংস শেষ করলেন ।কিন্তু ততক্ষণে তার ব্যক্তি গত রান 140 .

2nd ইনিংস এ ব্যাট করতে নেমে 128 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছে ইন্ডিয়া। জয়সাল,রাহুল,বিরাট, গিল এবং রোহিত ফিরে গেছেন প্যাভিলিয়নে ।অস্ট্রেলিয়ার রান টপকে ভাল লিড দিতে গেলে 2টি বড় পার্টনারশিপ চায়।

দিন রাত্রি এই খেলা হচ্ছে গোলাপী বলে।ভারত এই বলে মাত্র 2টি ম্যাচ খেলছে ।অনেকে মনে করছেন এই কারণে এই অসুবিধা হচ্ছে ।

দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া কে জিততে হলে একটা মিরাকেল ইনিংস এর প্রয়োজন।ইডেন গার্ডেন এ অস্ট্রেলিয়ার বিপরীতে রাহুল দ্রাবিড় এবং লক্ষ্মণ এর মত ইনিংস এক মাত্র ভারত কে ম্যাচে ফেরাতে পারে।পরিস্থিতি এমন যে খেলা তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ।

 

Join Telegram

Join Now