তেল পাম্প লুঠ,এলোপাতাড়ি গুলি-মৃত এক গ্রাহক
প্রসেনজিৎ রায় :পূর্ব মেদিনীপুর–
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো বাজারে মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল এর তেল পাম্প লুঠ করতে এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়লো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তেল পাম্পের আসা একজন গ্রাহক।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো বাজারে মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল এর তেল পাম্প লুঠ করতে এসে এলোপাতাড়ি গুলি ছুঁড়লো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তেল পাম্পের আসা একজন গ্রাহক।
জানা গেছে, এদিন সন্ধ্যায় তেল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এরপর আচমকাই তিনি দেখতে পান তেলপাম্প এ ঢুকে লুঠপাট চালাচ্ছে কয়েকজন দুষ্কৃতী। তিনি বাধা দিতে গেলে এক দুষ্কৃতী গ্রাহক কে লক্ষ করে গুলি চালান। গুলি লাগে ওই গ্রাহকের পেটে।
এরপর তমলুক হসপিটালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।শব্দ পেয়ে এলাকাবাসিরা ছুটে এলে ওই দুষ্কৃতীরা পালাতে যায় কিন্তু উত্তেজিত জনতার হাতে একজন ধরা পড়ে যায়।এরপর দুষ্কৃতী কে আটকে রাখেন বাসিন্দারা।পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।