তারকেশ্বর থানার আকনাপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানিয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায় পুলিশ। বিজেপির অভিযোগ মৃত কর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তারকেশ্বর বিজেপি সাংগঠনিক সভাপতি গনেশ চক্রবর্তীর অভিযোগ তৃনমুল কর্মীরা খুন করেছে বিজেপি কর্মীকে ।বিজেপি কর্মীর নাম রবিন পুরকাইত(৪৮)।
অন্যদিকে হুগলী জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেন যেখানেই যা কিছু হয় বিজেপি সেখানেই রাজনীতি খোঁজে।আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে তদন্তে দেখা গেছে বিজেপির অভিযোগ মিথ্যা।আর এই তারকেশ্বর এর ঘটনার সঠিক তদন্তের পর বোঝা যাবে এখানেও বিজেপি মিথ্যা অভিযোগ করছে।।তবে বিধানসভা ভোটের আগে ক্রমেই উত্তপ্ত হচ্ছে হুগলি জেলা সেটা বলাই যায়।