ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই ছাত্রের। গুরুতর আহত আরো ১ জন। মৃতদের নাম সমীর পাল (১৮), রাহুল পাল (১৮)। মঙ্গলবার দুপুরে কোতুলপুরের জলিঠ্যা মোড়ের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে জলিঠ্যা গ্রামের বাসিন্দা ও কোতুলপুর হাই স্কুলের ছাত্র সমীর পাল, রাহুল পাল ও সুকান্ত নন্দী একটি মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় জয়রামবাটি দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীর ও রাহুল পালের। গুরুতর আহত অবস্থায় আর এক বাইক আরোহী সুকান্ত নন্দীকে প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।