বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

টোটোর সিটের ভেতর থেকে বেরিয়ে আসে ৯৬টি নামিদামি কোম্পানির মোবাইল

Published on: July 28, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

কালিয়াচক:দেবু সিংহ –  বড়োসড়ো মোবাইল পাচার চক্রের সাফল্য পেল মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশগোপন সূত্রের খবরে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় নোলদাহারি এলাকায়৯৬টি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল সহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশধৃতকে এ দিন মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ


পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম মোমিন শেখ(২৮)মিলিক সুলতানপুর এলাকার বাসিন্দাপুলিশ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে নোলদাহারি এলাকায় অভিযান চালায় পুলিশসেখানে একটি টোটো আটক করে তল্লাশি চালায় পুলিশটোটোর সিটের ভেতর থেকে বেরিয়ে আসে ৯৬টি নামিদামি কোম্পানির মোবাইলএরপরই এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে পুলিশসমস্ত মোবাইল চুরির বলে জানিয়েছে পুলিশযার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা

                       
সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করার সাথে এই মোবাইল পাচার সঙ্গে আরো কারা জড়িত তাদের খোঁজে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশঝন্টু মন্ডল রিপোর্ট  বাংলা নিউজ

Join Telegram

Join Now