টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

INTERNET – অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (Aaron Finch), প্যাট কামিন্স (Pat Cummins), অ্যাশটন আগার (Ashton Agar), জোশ হ্যাজেলউড (Josh Hazlewood), জোশ ইংলিস (Josh Inglis), মিচেল মার্শ (Mitchell Marsh), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), কেন রিচার্ডসন (Kane Richardson), স্টিভ স্মিথ (Steve Smith), মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টোইনিস (Marcus Stoinis), ম্যাথিউ ওয়েড (Matthew Wade), ডেভিড ওয়ার্নার (David Warner) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ (T20 World Cup 2021) । বৃহস্পতিবার ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য ১৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের  (Aaron Finch) সঙ্গেই ফিরলেন দলের আরও চার তারকা- স্টিভ স্মিথ ( Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner), প্যাট কামিন্স (Pat Cummins) ও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আনক্যাপড জোশ ইংললিসকে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে। দলে প্রধান উইকেটকিপার ম্যাথিউ ওয়েড।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে না খেলা গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স থাকছেন। দল নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন,”আমাদের দলে বিশ্বের তাবড় ক্রিকেটাররা রয়েছেন। তাঁদের ভূমিকা ও অভিজ্ঞতার ভিত্তিতেই নেওয়া হয়েছে। আশা করি তারা ফের বিশ্বের সেরা টি-২০ দল হিসেবে সফল হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *