বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

টিভি দেখেই অনুকরণ, ছেলের মৃত্যুর জন্য টিভির আপত্তিজনক কার্টুনগুলিকে দায়ী করেছেন বাবা

Published on: February 28, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                             দেবু সিংহ : মালদা-‌


অন্য শিশুর মতো কার্টুন দেখার নেশা ছিল শিশুটির। এই ‌‌কার্টুন দেখে অভিনয় অভিনয় খেলতে গিয়ে গলায় ফাঁস জড়িয়ে মৃত এক শিশু। বাড়িতে তখন কেউ ছিলেন না। ঘরে একাই খেলছিল চতুর্থ শ্রেণিতে পড়া ছেলেটি। পরে ভাই দেখতে পায় দাদার ঝুলন্ত দেহ। গলায় তার গামছা জড়ানো ছিল। পরে পরিবারের লোকেরা ছুটে আসেন। জানা গেছে, মৃত শিশুর নাম রজনীকান্ত সাহা।


 বছর ৯এর  রজনীর বাড়ি গাজোল থানার আলমপুর গ্রাম পঞ্চায়েতের ধোওয়াদিঘি গ্রামে। বাবা সমীর সাহা পেশায় মজুর। ছেলের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় শোকে পাথর হয়ে গেছেন মা সরস্বতী সাহা। রজনীরা ২ ভাই। সে বাড়ির বড়। স্থানীয় নার্সারি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। ভাই রণিও নার্সারিতে পড়াশোনা করে। 


বাবা সমীর সাহা ছেলের মৃত্যুর জন্য টিভির আপত্তিজনক কার্টুনগুলিকে দায়ী করেছেন। বলছেন, ‘‌ছেলের টিভি দেখার নেশা ছিল। যখন তখন কার্টুন দেখতে বসে যেত। টিভি দেখেই অনেক কিছু অনুকরণ করার চেষ্টা করত সে। আমাদের সামনে আপত্তিজনক কিছু করলে আমরা বকাঝকা করেছি। কিন্তু এরকম ঘটনা যে ঘটিয়ে ফেলবে, আমরা তা কল্পনাতেও ভাবতে পারি না।’‌

Join Telegram

Join Now