টাকার মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস…. বলছেন WHO—

ডিজিটাল লেনদেন করার পরামর্শ WHO-এর
নগদ লেনদেনে ছড়িয়ে পড়ছে করোনা, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার নিয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার। আক্রান্ত হয়েছেন প্রায় ৯১,০০০ মানুষ।এই ভাইরাসের কোনও ওষুধ বা প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। এই ভাইরাসের কবল থেকে বাঁচতে নানা রকম সাবধানতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিত্সকরা। নগদ লেনদেনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে করোনা, এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাই এর থেকে বাঁচতে এবার ডিজিটাল লেনদেনের পরামর্শ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
WHO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নগদ আর্থিক লেনদেনের ফলেও ছড়াতে পারে করোনাভাইরাস। WHO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে এই মারণ ভাইরাসের বিস্তার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নগদ আর্থিক লেনদেনের ফলে হাতে হাতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তাই ডিজিটাল এই লেনদেনের পরামর্শ।