ছুরি দিয়ে দাদা কে হত্যার চেষ্টা
বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ছুরি দিয়ে দাদা কে হত্যার চেষ্টার অভিযোগ উঠল এক ভাইয়ের বিরুদ্ধে। গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেন ওই ভাই। ঘটনাটি ঘটে 34 নাম্বার জাতীয় সড়কের শান্তিপুর থানার প্রফুল্ল নগরে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলের শান্তিপুর থানার পুলিশ। সূত্রে জানা যায়, ওই আক্রান্ত যুবকের নাম সন্তু রায় 23 বছর।
বাড়ি রানাঘাট থানা হবিবপুর রাঘবপুর পূর্বপাড়ায়। তাকে ফোন করে ডেকে নিয়ে আসে তার সম্পর্কে কাকার ছেলে। এরপর তারা মোটর বাইকে চড়ে তিনজন শান্তিপুর থানার প্রফুল্ল নগর একটি আম বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি ছুড়ি বার করে সন্তুর উপর চড়াও হয় ওই ভাই। আহত যুবকের চিৎকার-শুনে এলাকার মানুষ ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়। পুলিশ ওই অভিযুক্ত বাপন রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পেছনে রয়েছে কোন আর্থিক লেনদনে নাকি নারী সংক্রান্ত কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।