ছাগল বলির জায়গায় ছেলে বলি
বলির সময় বলি (অস্ত্র) ভেঙ্গে তিন বছরের শিশুকে আঘাত করে।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে
দুর্গাপুজোর উৎসাহ শোকে পরিণত হয়েছে,ঝাড়খণ্ডের ঘাঘরা থানা এলাকার লালপুর গ্রামে।বলির সময় বলি (অস্ত্র) ভেঙ্গে তিন বছরের শিশুকে আঘাত করে।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে,পথেই তার মৃত্যু হয়।পুরো গ্রামে পূজার উৎসাহ শোকে পরিণত হয়।
প্রতি বছরের মতো এ বছরও গ্রামের মণ্ডপে ছাগল বলি চলছেল,দুটি ছাগল বলি হয়ে গেছে, তৃতীয় ছাগল বলির সময় চন্দনের বেত ভেঙে যায় এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দীপক ওঁরাওয়ের 3 বছরের ছেলে সুবিমল এর গলায় ঢুকে যায়।ঘাগড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে সুবিমলকে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।