অনুশীলনে ডান পায়ে ব্যাথা পেয়েছেন তিনি। এমআরআই রিপোর্টে হাড়ে হাল্কা চিড় দেখা গিয়েছে। তাই খেলায় ফিরতে ১০ দিন সময় লাগতে পারে তাঁর। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সা তাই প্রথম ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পায়ের পেছনের মাংসপেশিতে টান লাগতে পারে ভেবে নামানো হয়নি মেসিকে। তবে সংবাদমাধ্যম মেসির চোট গুরুতর বলে মনে করছে। লিগে বার্সার এখনও ১১ ম্যাচ বাকি। ৫ সপ্তাহে তারা ওই ম্যাচ খেলবে। প্রতি তিনদিন অন্তর তাই খেলতে হবে ম্যাচ।
চোট্ পেলেন মেসি
By anandabarta
Published on: June 9, 2020
---Advertisement---
Join WhatsApp
Join Nowসৌজন্যে :ইন্টারনেট -অনুশীলনেই চোটে পড়েছেন লিওনেল মেসি। করোনা পরবর্তী বার্সেলোনা মাঠে নামবে আগামী ১৩ জুন। ওই ম্যাচে মেসির খেলা নিয়ে তাই তৈরি হয়েছে শঙ্কা। মায়োর্কার বিপক্ষে করোনা পরবর্তী প্রথম ম্যাচ খেলবে কাতালানরা। এর আগেই এল দলের সেরা তারকার চোটের খবর।