চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

 তুহিন শুভ্র আগুয়ান; তমলুকঃ সঙ্কটজনক অবস্থাতেও হাসপাতালের আইসিইউতে ভর্তি নেওয়া হল না রোগীকেঠিকমত চিকিৎসা না পেয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ কয়েকদিন ধরেই জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন পাঁশকুড়ার গোগ্রাস গ্রামের  65 বছর বয়সের এক ব্যক্তিশনিবার সকাল সাড়ে আটটা নাগাদ নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে।প্রথমে রোগীকে হাসপাতালে আইসোলেশন রাখা হয় এবং রেপিড টেস্ট করা হয়। পরে লালা রস সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়পরে পরিবারের লোক কে জানানো হয় রিপোর্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগবে।


 তার কিছু সময় পরেই  হাসপাতালের তরফ থেকে জানানো হয় রোগীর রিপোর্ট পজেটিভ। এখান থেকে পাঁশকুড়া নিয়ে যাওয়ার কথা জানানো হয় হাসপাতালে তরফ থেকে।পাঁশকুড়ার বড়মা কোভিড  হাসপাতালে যাওয়ার পর সেখানে আই সি ইউ তে বেড খালি না থাকায় রোগীকে ভর্তি নেওয়া সম্ভব নয় এমনটাই পরিবারের লোক কে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকেসেখান থেকে তাকে চন্ডিপুরে বা অন্য কোন কোভিড  হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। ঘণ্টাখানেকের মধ্যেই পাঁশকুড়া বড়মা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স এর মধ্যে মৃত্যু হয় ওই রোগীর

 ফের রোগীর পরিবার রোগীকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসেপরিবারের লোকের অভিযোগ পাঁশকুড়ার বড়মা হাসপাতালের আইসিইউ বেড খালি না থাকায় কেন জেলা হাসপাতাল থেকে সেখানে পাঠানো হয়,এবং সেখানে কোনো চিকিৎসা না করে পাঁশকুড়া বড়মা হাসপাতাল থেকে চন্ডিপুরে পাঠানোর পরামর্শ দেয়া হয়পরিবারের আরও অভিযোগ মৃত্যুর পর কয়েক ঘন্টা কেটে গেলও মৌখিকভাবে জানালেও এখনো পরিবারের হাতে পৌঁছায়নি কোন করোনা টেস্ট এর রিপোর্ট, ফলে মৃতদেহ নিয়ে সমস্যায় পরিবারের লোকেরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *