বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খেলার মাঠ দখলকে কেন্দ্র করে গ্রাম জুড়ে চলল মুড়ি-মুড়কির মতো বোমাবাজি

Published on: August 9, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মাধব দেবনাথ :নদীয়া:খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনাসারা গ্রাম জুড়ে চলল মুড়ি-মুড়কির মতো বোমাবাজিঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়সূত্রের খবর,নদীয়া শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খেলার মাঠ রয়েছেঅভিযোগ ওই গ্রামের দুই পাড়ার ভেতর দীর্ঘদিন ধরেই ওই খেলার মাঠে কার দখলে থাকবে মূলত সেই চাপা উত্তেজনা চলছিলএর আগেও এ বিষয়ে শান্তিপুর থানায় একাধিকবার জানানো হয়েছে। 

সূত্রের খবর পুলিশ বেশ কয়েক বার উভয়পক্ষকে ডেকে বিষয়টি মেটানোর চেষ্টা করেছেকিন্তু কাজের কাজ কিছু হয়নিঅভিযোগ, গতকাল খেলার মাঠে জল জমে থাকায় পাশের একটি পুকুরে সেই জল ড্রেন কেটে নামানোর চেষ্টা করলে অপর এক গোষ্ঠী বাধা দেয় বলে অভিযোগএরপর হঠাৎ শনিবার ভোর রাতে এলাকায় বোমাবাজি শুরু হয়মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে রাস্তা এবং বাড়ি লক্ষ্য করেপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশবোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছেতবে এই বোমাবাজি পিছনে কারা জড়িয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশএখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ

Join Telegram

Join Now