‘কুৎসিত মনের থেকে খারাপ দেখতে হওয়া অনেক ভালো ‘ ..রোশন সিং
রোশন সিং ইনস্টাগ্রামে ক্যাপশানে লিখেছেন, ‘Better an ugly face than an ugly mind.’ অর্থাৎ ‘কুৎসিত মনের থেকে খারাপ দেখতে হওয়া অনেক ভালো।’ নেটিজেনদের প্রশ্ন এবারও কি শ্রাবন্তীকে খোঁচা দিয়েই এমন মন্তব্য করেছেন রোশন সিং? এর উত্তর অবশ্য রোশনই বলতে পারবেন।বৃহস্পতিবার গাড়িতে বসে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোশন সিং।
শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ নিয়েও প্রথমবার রোশনই মুখ খুলেছিলেন। বিচ্ছেদের পরবর্তী সময়ে প্রায়দিনই নাম না করে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে রোশনকে। ফের একবার ইঙ্গিতপূর্ণ ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আলোচনায় শ্রাবন্তীর স্বামী।অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় র সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও বহুদিন হল তাঁর থেকে আলাদা হয়ে গিয়েছেন রোশন সিং।