করোনার ভাইরাস সংক্রমণের টিকা মানবদেহের পরীক্ষার জন্য দেহ দানে আবেদন জানালেন যুবক
দেবাশীষ পাল :মালদাঃ-করোনা ভাইরাস প্রতিরোধে টিকা মানবদেহে পরিক্ষারমূলক প্রয়োগ করার জন্য নিজের উদ্যোগে এগিয়ে এলো এক যুবক। মালদহের বামনগোলা ব্লকে পাকুয়াহাটের, সালাল পুরের যুবক দেবাশীষ বাইন (২৮)অকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বামনগোলা ব্লকে সম্পাদক (Abvp) পিতা শ্যামল চন্দ্র বাইন পেশায়,পাকুয়াহাট স্কুলের পার্শ শিক্ষক,মা- খুখু বাইন। দেবাশীষ বাইন করোনা টিকা নিজের দেহে পরিক্ষার জন্য আবেদন পত্র অনলাইনে জমা করেন এখনো উত্তর এসে পৌছায়নি।
এবিষয়ে দেবাশীষ বাইন বলেন এই করোনা ভাইরাস টিকা মানবদেহের পরীক্ষা মূলক প্রয়োগ করার জন্য নিজের ইচ্ছে আমি এগিয়ে এসেছি এই ভাবে এগিয়ে আসতে হবে দেশের জন্য আমাদের এই যুব সমাজকে। করোনার ভাইরাস সংক্রমণের যে টিকা মানবদেহের পরীক্ষার জন্য দেহদানের জন্য আবেদন পত্র অনলাইনে জমা করেছি এখন উত্তরের আসাই রয়েছি।
এবিষয়ে দেবাশীষের বাবা বলেন দেশের জন্য এগিয়ে যাছে আমরা তার সাথে রয়েছি, প্রথমে একটু ভয় হয়েছে। কিন্তু দেশের জন্য এগিয়ে যাওয়া সকলের দরকার।দেবাশীষের মা বলেন, প্রথমে ভয় হচ্ছিলো এখন মনে হছে দেশের জন্য এগিয়েছে ঠিক কাজ করে ।