বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনার জেরে অসহায় আইপিএল ও

Published on: April 5, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                              সৌজন্যে :ইন্টারনেট –  

আইপিএল না হলে শুধু বিসিসিআই নয়, বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও।
দিন যত যাচ্ছে , বিশ্ব জুড়ে  লাগাম ছাড়া হয়ে উঠছে করোনা ভাইরাস। আর তার প্রভাবে প্রশ্নের মুখে এই বছরের আইপিএলও ।  এই জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট এবার হবে কিনা তা নিয়ে  কপালে ভাঁজ  বিসিসিআই-এর কর্তাদের।সমাধানের রাস্তা খুঁজতে অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছ বিসিসিআই ।২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের প্রকোপের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ।কিন্তু করোনার  পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মে মাসেও এই টুর্নামেন্টের ১৩তম আসর আয়োজন করা সম্ভব হবে কিনা প্রশ্ন উঠছে বোর্ডের অন্দরমহলেই। 
ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে মে মাসে ভারতে করোনার প্রভাব আরও বাড়ার সম্ভাবনা।এই পরিস্থিতিতে তিন ধরণের ভাবনা ঘুরছে ভারতীয় ক্রিকেট বোর্ডের  মাথায়। চলতি বছরের জুলাই-অগাস্ট মাসে আইপিএল করার কথা ভাবছেন বোর্ডের কিছু কর্তা। অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য যদি টি-20 বিশ্বকাপ পিছিয়ে যায় তা হলে সেই সময় আইপিএল করার কথা ভাবছেন বিসিসিআই । বোর্ড ভাবনায় এটাও রেখেছে, যদি সেপ্টেম্বরে এশিয়া কাপ না হয় তা হলে আইপিএল আয়োজন করা যেতে পারে ওই সময়। আইপিএল বন্ধ হয়ে গেলে বিসিসিআই এর সাথে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও। 

Join Telegram

Join Now