এবার ধর্ষণের শিকার হলেন এক ৮৬ বছরের ভবঘুরে বৃদ্ধা
কৃষ্ণা সাহা :মেমরি -পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে এক ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে।এক ভবঘুরে এবং ছিয়াশি বছরের মহিলাকে ধর্ষণ করেছে এক দুস্কৃতী। ওই মহিলা তার বয়ানে জানিয়েছেন তার বয়স ছিয়াশি বছর। তিনি একাই স্টেশনের একটি ঘরে থাকেন।৬ই জুন সেই রাতেও একাই ছিলেন।সেইসময় গভীর রাতে ওই দুস্কৃতী হানা দেয়। ওই বৃদ্ধা মহিলা চোখে দেখেন না। সে কথা জানালেও বিন্দুমাত্র রেয়াত করেনি ওই অপরাধী। তিনি তার বয়সের কথাও জানান।তা সত্ত্বেও তার মুখে ঢাকা দিয়ে দেয় সে।
তারপর তাকে জোর করে রেললাইনের পাশে নিয়ে যায়।সেখানে মালগাড়ির পিছনে নিজের পাশবিক ইচ্ছা চরিতার্থ করে অপরাধী।ওই বৃদ্ধা বারবার বাধা দিলেও কোনো কথা শোনে নি।উল্টে তাকে বারবার বলা হয় আওয়াজ করলে তাকে তারই শাড়ির জড়িয়ে খুন করা হবে।এরপর ভোরে তাকে প্লাটফর্মে ফেলে পালায় দুস্কৃতী। ভদ্রমহিলা লজ্জায় কাউকে কিছু বলেননি।পরে তিনি মুখ খোলেন।ওই অপরাধী হিন্দিতে কথা বলছিল।তার পরণে ছিল বুটজুতো।গত ৬ ই জুন ওই ঘটনাটি ঘটে।গত রাতে ১৭ই জুন ওই মহিলা রেল পুলিশের কাছে অভিযোগ জানান।পুলিশ তদন্ত শুরু করেছে।