পূর্ব বর্ধমান:-এক মহিলাকে বর্ধমান পুরসভায় চাকরী দেবার নাম করে নিয়ে আসার ঘটনায় পুলিশ আটক করল সেখ আমিরুল নামে এক ব্যক্তিকে। প্রাথমিকভাবে জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি রায়না থানার জ্যোতসাদি গ্রামে। বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ জানিয়েছেন, সোমবার দুপুরে একজন মহিলা এবং দুজন মাঝবয়সী ব্যক্তিকে পুরসভায় ঘুরে বেড়াতে দেখে পুরকর্মীদের সন্দেহ হয়। এরপরই ওই মহিলা জানান, তাঁকে পুরসভায় চাকরি দেবার নাম করে নিয়ে আসা হয়েছে। ওই মহিলার বাড়ি দেওয়ানদিঘী থানা এলাকায়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন। এরপরই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এক মহিলাকে বর্ধমান পুরসভায় চাকরী দেবার নাম করে প্রতারণা
By anandabarta
Published on: November 12, 2019

---Advertisement---