এক ব্যবসায়ীর আমবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মালদা-বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এক ব্যবসায়ীর আমবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুরের আলাদি তোলা এলাকায়।
জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম মনসুর আলী বয়স(৫৫) বছর। পরিবারে রয়েছে স্ত্রী আমেনা বিবি, দুই ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি টাকাপয়সা সুদের ব্যবসা করেন। বিগত কয়েক বছর আগে এলাকারই জাহিরুল শেখ নামে এক যুবককে ১০ লক্ষ টাকা সুদে দিয়েছিলেন। সেই টাকা চাইতে গতকালকে গেলে তাদের মধ্যে ঝামেলা হয়। বিকেল চারটা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের লোকেরা সারারাত ধরে খোঁজাখুঁজি করে। অবশেষে আজ সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আমবাগানে তা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এই বিষয়ে মৃতের দাদা জানান যে তার দাদাকে টাকা নেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জাহিরুল। তার পরেই তাকে মেরে আম গাছে ঝুলিয়ে দেয়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে জাহিরুল শেখ এর নামে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ