বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

‘একবার জো মেনে কমিটমেন্ট কর দি, তো ফির ম্যা আপনে আপ কি ভি নেহি শুনতা’

Published on: March 13, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘একবার জো মেনে কমিটমেন্ট কর দি, তো ফির ম্যা আপনে আপ কি ভি নেহি শুনতা’। ‘ওয়ান্টেড’ এই অ্যাকশন-থ্রিলার সিনেমা মুক্তি পাওয়ার পর লোকের মুখে মুখে এই ডায়লগ ঘুরত। ভাইজান এবারও তাঁর ভক্তদের জন্য বিরাট উপহার আনতে চলেছেন। কথা দিয়ে কথা রাখলেন সলমন খান। চলতি বছরে ঈদের দিনই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe)। টুইট করে এদিন ‘রাধে’র মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন সলমন। লিখেছেন, “ঈদের কমিটমেন্ট ছিল, ঈদেই আসবে, কিউ কি, একবার জো.’। সেই সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন #RadheOn13thMay and #2MonthsToRadhe।

এই ক্যাপশনের সঙ্গে রাধে ছবির পোস্টার সলমন সামনে এনেছেন। যা দেখে বোঝা যাচ্ছে একেবারে অ্যাকশন ছবি। পোস্টারে সলমনকে একেবারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন সিকোয়েন্স। হেলিকপ্টার উড়ছে, গোলাবারুদের ছবি। ZEE স্টুডিওর CBO শারিক পটেল বলেন, ‘সলমন খানের ছবির মাধ্যমে আমরা আবারও দর্শকদের হলে ফেরাতে পারছি, ভালো লাগছে। ২০২১ সালে এটা অন্যতম বড় ছবি হতে চলেছে। দর্শকদের ফিডব্যাক জানার জন্য মুখিয়ে আছি। সলমনের ভক্তদের জন্য বড় চমক।’

উল্লেখ্য, গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রাধে’র। কিন্তু, গত বছর করোনার কারণে সিনেমা হল বন্ধ থাকায় ছবি মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা। ‘রাধে’ সালমান খান এবং প্রভু দেবার তৃতীয় সহযোগী প্রকল্প। এর আগে দু’জনে ২০০৯-এর অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান্টেড’ এবং ২০১৯-এর অ্যাকশন-কমেডি ‘দাবাং’-এ একসঙ্গে কাজ করেছেন।

‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।অনুদান করতে ইচ্ছুক?Ph pay no-9434230846.

Join Telegram

Join Now