একটি মোবাইল কে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ
দেবু সিংহ :মালদা
একটি মোবাইল ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ৫ প্রতিবেশীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আলিমুল শেখ (৩০)।
অভিযুক্ত মাল্লা বাক্বাস সহ ৫ জন পলাতক।অভিযুক্তদের নামে কালিচক থানায় অভিযোগ দায়ের করেছে মৃতর পরিবার।জানা গিয়েছে, আলিমুল শেখের ছেলে এবং মাল্লা বাক্বাসের নাতি একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট নিয়ে খেলা করছিলো। সেই সময় সেই মোবাইলটা নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে লোহার রড এবং লাঠি নিয়ে আলিমুল শেখের উপর হামলা চালায় মাল্লা বাক্বাস সহ ৫ জন।গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় তার।ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।