বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আশিতে পৌঁছে বিস্ফোরক পেলে, নিজেই জানেন না কতজন সন্তান রয়েছে

Published on: February 23, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET:-তিন স্ত্রীর কতজন সন্তান রয়েছে, তা নিজেই জানেন না। আশিতে পৌঁছে এমনই বিস্ফোরক দাবি করলেন পেলে । সম্প্রতি কিংবদন্তী তারকাকে নিয়ে তৈরি হয় একটি ডকুমেন্টারি। সেখানেই পেলের সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে প্রকাশ্যে। যার মধ্যে অন্যতম, সন্তান সংখ্যা নিয়ে পেলের প্রশ্ন।

ব্রাজিলের ফুটবল তারকা বলেন, তাঁর ৩ স্ত্রী। পরপর তিনবার বিয়ের পরও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। যাঁদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, সেই বান্ধবীদের অনেকের গর্ভেই তাঁর সন্তান আসে। যা প্রথমে জানতে পারেননি তিনি। পরবর্তীকালে সেই সন্তানদের কথা তিনি জেনেছেন। তবে বিয়ের বাইরে একাধিক সম্পর্কে জড়ানোয় কতজন সন্তান তাঁর রয়েছে, সেই সংখ্যাটা তাঁর কাছে স্পষ্ট নয় বলে স্পষ্ট জানান পেলে। প্রসঙ্গত প্রথম দুই পক্ষের স্ত্রীদের গর্ভে তাঁর ৭ সন্তানের জন্ম হয়েছে। তবে পরপর সম্পর্কে জড়ালেও, তিনি কখনও কিছু গোপন করেননি। পেলের প্রথমা স্ত্রী এবং প্রথম বান্ধবী তাঁর সম্পর্ক সম্পর্কে অবহিত বলেও জানান পেলে।

Join Telegram

Join Now