আবারো আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষন

                                             প্রসেনজিৎ রায় :পশ্চিম মেদিনীপুর 

 

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ঘটনা আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষন করে গ্রেফতার হোলো দশম শ্রেনীর এক পড়ুয়া যার বর্তমান বয়স প্রায় ১৫ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ষাঁড়পুর-লোয়াদা ৯ নং অঞ্চলের বাকলসা সেবকরাম গ্রামে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পড়ুয়াকে 
 

 

শিশুটির মায়ের অভিযোগ “পাশের কিছুটা দুরে বাড়ী ধৃত ওই ছেলেটির , তার নিজের ছেলের বন্ধু সে তাই মাঝে মধ্যেই আমাদের বাড়ী আসত গত ১৩ তারিখ সকালে এসে আমার মেয়েকে ছাদে নিয়ে যায় ফুল গাছ দেখানোর জন্য কিছুক্ষন কেটে যাওয়ার পর আমি যখন ওদের ডাকি তখন কেউই নামতে চায়নিআমার সন্দেহ হওয়াতে আমি ছাদে ওঠার মুখেই দেখি আমার মেয়ের  ব্লিডিং হচ্ছে অপরদিকে ওই ছেলেটির  ধড়পড় উঠে পড়ে আমি সঙ্গে সঙ্গে  গিয়ে ওর বাড়ীতে খবর দিই এবং আমার স্বামীকে খবর দিই 
 
 
তারপরেই আমরা ওকে চিকিৎসার জন্য একজন স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাইপরে মঙ্গলবার সন্ধ্যায় আবার মেয়ে  অসুস্থতা বোধ করতে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাই এবং ডেবরা থানায় ঘটনার বিবরন জানিয়ে ডেবরা থানায় অভিযোগ জানাই অপরদিকে এই অভিযোগ পাওয়ার পরেই ছেলেটিকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *