আড্ডায় জমে ক্ষীর নতুন স্বাদের চিকেন কুরকুরি
সৌজন্যে :ইন্টারনেট
ছুটির দিনে সন্ধ্যে মানেই মুখোরোচক কিছু।ছুটির দিন,হাতেও থাকে বানানোর মতো প্রচুর সময়।তাই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন কুরকুরি।কি ভাবে বানাবেন দেখে নিন চিকেন কুরকুরি
চিকেন কুরকুরি বানাতে লাগে:
চিকেন কিমা ২৫০ গ্রাম,সাদা তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ১ চা-চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, নুন স্বাদমতো, ময়দা ১৫০ গ্রাম, ডিম একটা, পাউরুটি গুঁড়ো পরিমাণ মতো।
চিকেন কিমা ২৫০ গ্রাম,সাদা তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ১ চা-চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, নুন স্বাদমতো, ময়দা ১৫০ গ্রাম, ডিম একটা, পাউরুটি গুঁড়ো পরিমাণ মতো।
কি ভাবে বানাবেন :-
১)প্যানে এ তেল গরম করে অদা -পেঁয়াজ -রসুন ভেজে ,চিকেন কিমা ,কাঁচা লঙ্কা ,ধোনে পাতা ,লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিন
২)ভাঁজা হয়ে গেলে ছেঁকে তুলে নিন
৩)এবার ডিম্ ,ময়দা ,নুন,জল,দিয়ে ব্যাটার তৈরি করুন
৪)প্যানে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিন
৫)ব্যাটারটা ভেজে তুলে নিন
৬)এরপর ব্যাটারটার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে আবার ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুঁড়ো মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন।
তারপর গরম গরম চিকেন কুরকুরি পরিবেশন করুন আর জমিয়ে দিন আড্ডা