আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার
সূত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদে রানীনগর থানার পুলিশ। সোমবার রাতে ডোমকলের মেটাল রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয় ।
মূলত বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চড়া দামে বিক্রি করত ধৃত দুই ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 10 টি 7.65 mm পিস্তল, 28 রাউন্ড গুলি, ও 18 টি ম্যাগজিন।
ডোমকলের বাসিন্দা ধৃত রাকিবুল মন্ডল ও পিন্টু সেখকে বহরমপুর আদালতে তোলা হয় মঙ্গলবার। তদন্তের স্বার্থে আদালতের কাছে তাদের 7 দিনের জন্য পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।