আইসিসি টি২০ বিশ্বকাপ এ ভারত-পাকিস্তান একই গ্রুপে
যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপেই ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেটপ্রেমীরা । এবছর সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ । এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত টিম ইন্ডিয়া । গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ-১-এ ।
করোনার জেরে ভারত থেকে মরুদেশে সরে গিয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ । শুক্রবার বিশ্বকাপের দুটি গ্রুপ ঘোষণা করল আইসিসি । যেখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান । গ্রুপ-২-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ-‘এ’ রানার্স ও গ্রুপ-‘বি’ চ্যাম্পিয়ন দল । পাশাপাশি গ্রুপ-১-এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যোগ্যতা অর্জনের গ্রুপ-‘এ’ বিজয়ী এবং গ্রুপ-‘বি’-র রানার্স ।