আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এ ইন্ডিয়ার পারফরমেন্স দেখুন

 ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ভারত অলআউট ২৪২ রানে,জেমিসনের ৫ উইকেট 

চোট পাওয়া ইশান্ত শর্মা খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলছেন উমেশ যাদব।

স্কোর বোর্ড ১৯৪/৪। সেখান থেকে ৪৮ রানে শেষ ৬ উইকেটের পতন! ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের প্রথম ইনিংস শেষ হল মাত্র ২৪২ রানে। জবাবে  শুরুটা দারুন  নিউজিল্যান্ডের।দিনের শেষে কিউয়িদের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। ১৭৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।

ফের বল হাতে যাদু  দেখালো কিউয়ি পেসার কাইল জেমিসন। তিনি নিলেন ৫ উইকেট। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে  প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন ।

টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। চার  পেসারে দল সাজিয়ে কিউয়িরা স্পিনার শূন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি (৩ রান)। অজিঙ্ক রাহানে ফেরেন ৭ রানে। দুজনকেই আউট করেন টিম সাউদি। হনুমান বিহারী (৫৫ রান) ও পূজারা (৫৪ রান) লড়াই করলেও বড় স্কোর হয়নি।
                       Image result for 2ND TEST IMAGES
এই ম্যাচেও ঋদ্ধিমান সাহার পরিবর্তে প্রথম একাদশে ঋষভ পন্থ।ঋষভের অবদান মাত্র ১২ রান।আর অশ্বিনের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থ (৯ রান)। দুটি করে উইকেট সাউদি ও বোল্টের। এক উইকেট ওয়্যাগনারের। চোট পাওয়া ইশান্ত শর্মা খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে খেলছেন উমেশ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার  টম ব্লান্ডল ২৯ এবং টম ল্যাথাম ২৭ রানে অপরাজিত।
   

ICC World Test Championship

TEAM M W L D PT RPWR
INDIA 8 7 1 0 360 2.331
AUS 10 7 2 1 296 1.604
ENG 9 5 3 1 146 1.068
PAK 5 2 2 1 140 0.984
NZ 6 2 4 0 120 0.812
SL 4 1 2 1 80 0.589
SA 7 1 6 0 24 0.521
WI 2 0 2 0 0 0.411
BDESH 3 0 3 0 0 0.351

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *