‘আইপিএল গভর্নিং কাউন্সিল এর জরুরি বৈঠকে আইপিএল স্থগিত
সোমবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটারের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিন সকালেই সানরাইজার্স হায়াদরাবাদের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের লেগ-স্পিনার অমিত মিশ্রের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই তড়িঘড়ি জরুরি বৈঠকে বসে। বৈঠকের পরই বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট শুক্লা জানান, ‘বোর্ডের সকল আধিকারিক এবং কাউন্সিলের সদস্যরা ফ্র্যাঞ্জাইজি ও ব্রডকাস্টারের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আপাতত টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল শুরু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বায়ো-বাবেলের মধ্যে থেকেও একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত। বিসিসিআই আপাতত ‘আইপিএল গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে ২০২১ আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই কোনও খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে।’ কেকেআর ছাড়াও সোমবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত তিনজন করোনা আক্রান্ত হন। সিএসকে-র বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, সিইও কাশী বিশ্বনাথন এবং টিম বাস ক্লিনার করোনা আক্রান্ত হওয়ার পর ধোনিদেরও আইসোলেশনে রাখা হয়।