অশ্রু সিক্ত নয়নে বিদায়
আজিজুর রহমান -গলসি
মর্মান্তিক দুর্ঘটনার নিহত ৫ জনের মৃতদেহ ফিরে এলো গলসির গ্রামে । বিকেল চারটে নাগাদ একই পরিবারের চারজনের মৃতদেহ আসে গলসি ১ নম্বর ব্লকের বন্দুটিয়া গ্রামে ও বাকি একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় গলসি ২ নং ব্লকের শিকারপুর গ্রামে। মঙ্গলবার রাত্রি দুটোর সময় একটি বালির লড়ি পাল্টি খেয়ে চাপা দেয় শ্বাশুড়ি সহ একটি গোটা পরিবারকে।
যেখানে ঘুমের মধ্যে বালি চাপা পরে মারা যায় সুচিত্রা মালিক ও তার মেয়ে দোলন মন্ডল জামাই বাপি মন্ডল, তার দুই বছরের নাতি আবির মন্ডল, নয় বছরের নাতনী নন্দিনী মন্ডল । এর পাশাপাশি গুরুতর জখম হয় সুচিত্রার ছেলে শ্রীকান্ত মালিক। তিনি এখন বর্ধমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল থেকে স্থানীয় গ্রামবাসী ও ব্লকের তৃণমূল নেতৃত্ব মৃতদেহ আনতে যায় বর্ধমানের মর্গে। মৃতদেহ এনে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ একত্রে শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পাদন করেন। গ্রাম থেকে মৃতদেহ কাঁধে তুলে শ্বশ্মানে নিয়ে যান গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন ও পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ্য রহিম মির্জা। মৃত বাপির পরিবারের হাতে নগদ চার লক্ষ ও মৃত সুচিত্রার পরিবারের হাতে দেডলক্ষ টাকা তুলে দেওয়া হয়। তার পাশাপাশি শ্রীকান্তর সকল চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়।