৫ লক্ষ টাকা দান মমতার…প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

                                    সৌজন্যে -ইন্টারনেট :-

প্রধানমন্ত্রী  ত্রাণ তহবিলে 5 লক্ষ দান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।   করোনাভাইরাসের মোকাবিলা করার জন্য অর্থদানের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে গোটা দেশ। এবার প্রধানমন্ত্রীর  ত্রাণ তববিলে ৫ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্যের ত্রাণ তহবিলেও  দিলেন ৫ লক্ষ টাকা। 

করোনার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার জন্য  PM CARES Fund-এর গঠন করেছে কেন্দ্রীয় সরকার।  PM CARES Fund-এ  সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছেন বহু নাগরিক । তবে ওই তহবিলে নয়, Prime Minister’s National Relief Fund (PMNRF)-এ ৫ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্কালীন তহবিলে দেন করলেন  ৫ লক্ষ। 
মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবে বেতন নেন না মমতা বন্দ্যোপাধ্যায়।  ৭ বার সাংসদ হলেও পেনশনও তুলি না। আমার সামর্থ  সীমিত। বই ও গানের স্বত্ত্বই আমার আয়ের মূল  উৎস। একথা টুইট করেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *