সৌজন্যে :ইন্টারনেট -১ আগস্ট থেকে শুরু হবে আনলক ৩ পর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান আগস্টে বন্ধ থাকলেও ৫ আগস্ট থেকে খুলবে জিমনাসিয়াম ও যোগব্যায়ামের প্রতিষ্ঠান। পুরো আগস্টই বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং প্রতিষ্ঠানগুলি।
১ আগস্ট থেকে উঠে গেল নৈশ কার্ফু, খুলছে জিম
By anandabarta
Published on: July 30, 2020
---Advertisement---