আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলোনা,তারাপীঠ মন্দির আপাতত খুলছে না

Published on: June 14, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
সৌগত মন্ডল: রামপুরহাট-বীরভূম – লকডাউনে বন্ধ হওয়ার পর আনলক পর্বে নিয়মবিধি মেনে মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছে। খুলতে শুরুও করেছে  রাজ্যের একাধিক মন্দির। যেটুকু জানা যাচ্ছে আগামী কুড়ি তারিখ অর্থাৎ 20 শে জুন আবারো বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে তারাপীঠের মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য ।


গতকাল আমরা দেখেছি দক্ষিণেশ্বর মন্দির খুলে গিয়েছে এবং তারপরেই কবে থেকে তারাপীঠ মন্দির খোলা হবে তাই নিয়ে বেশ কিছু কথা উঠে আসে এবং তার প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নিলেন কবে এই মন্দির খোলার সিদ্ধান্ত নেবেন তার দিন ঠিক করলেন। প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মায়ের দর্শন কবে থেকে পাবে ভক্তরা সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে আগামী কুড়ি তারিখে আবার বৈঠক হবে। তারপর জানা যাবে ঠিক কবে থেকে মন্দির খোলা হবে ।


Join Telegram

Join Now