আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সরকারি সমস্ত নির্দেশকে উপেক্ষা করে একদল শ্রমিক লরি বোঝাই করছে

Published on: April 13, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সোনা গোস্বামী, মুর্শিদাবাদ:একদিকে সারা দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, সাবধানতা অবলম্বনের জন্য বিভিন্ন নির্দেশ জারি করছে কেন্দ্র তথা রাজ্য সরকার- অন্যদিকে তখন সরকারি সমস্ত নির্দেশকে উপেক্ষা করে, প্রশাসনের পরোয়া না করে কাজে নামতে দেখা গেল একদল শ্রমিককে। 


মুর্শিদাবাদে কাশিমবাজার রেলস্টেশন চত্তরের সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়ঘটনাস্থলে পৌঁছে জানা গেল- দিন কয়েক আগে আসা সিমেন্ট বোঝাই মালগাড়ি থেকে মাল নামিয়ে লরি বোঝাই করে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্রআজ সকাল থেকেই শুরু হয়েছে মালগাড়ি আনলোডিং এর কাজযেখানে লেবার কন্ট্রাক্টরের তত্তাবধানে হাতে-হাত লাগিয়ে কাজ করছে প্রায় জনা পঞ্চাশেক শ্রমিক। 

যাদের কারো মুখে রয়েছে মাস্ক, তো কেউ রয়েছে মাস্ক ছাড়াই সম্পূর্ণ নিশ্চিন্তেজানতে চাওয়া হলে নিজেদের দোষত্রুটি অস্বীকার করে তা মালিক তথা কন্ট্রাক্টরের ঘাড়ে চাপিয়ে দায় এড়িয়ে যায় শ্রমিকরাঅন্যদিকে এবিষয়ে লেবার কন্ট্রাক্টরকে জানতে চাওয়া হলে তিনি বলেন- সরকারি সমস্ত নির্দেশ মেনে, মুখে মাস্ক ব্যবহার করে, দূরত্ব বজায় রেখেই কাজ করছে শ্রমিকরা প্রশাসনের অনুমতি পাওয়ার পরেই মালগাড়ি আনলোডিং এর কাজ শুরু করা হয়েছে আজ সকাল থেকে বলে জানানো হয় সংবাদ মাধ্যম প্রতিনিধিদেরঅন্যদিকে এই অনুমতি বিষয়ে জেলাশাসককে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি

Join Telegram

Join Now