আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

শকুনের পাপে গরু মরে না, পাড়ায় পাড়ায় যমের দুত , প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়া দিলেন দোলা সেন

Published on: February 15, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রবিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজিত হল বেলদার গঙ্গাধার অ্যাকাডেমিতে।এই দিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন । মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাড়ায় পাড়ায় যমের দুত প্রসঙ্গের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী দোলা সেন, এদিন তিনি বলেন আমি দীলিপবাবুর কোন কথায় মন্তব্য করতে চাই না উনি প্রতিদিনই খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের মন্তব্য করেন। আমি এক কথায় বলবো, শকুনের পাপে গরু মরে না, কুৎসা অপপ্রচার মিথ্যাচার এটা শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ ।চিন্তা করবেন না ঠিক সময়ে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে,কারণ বাংলার মানুষের মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বলজ্বল করছে।

পাশাপাশি বিভিন্ন তৃণমূল নেতৃত্ব দল ছেড়ে দেওয়ার প্রসঙ্গ নিয়ে দোলা সেন বলেন এর আগেও দেখেছি ২০১৬ সালে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতি ব্যক্তিত্ব র মুখে শোনা গিয়েছিল তৃণমূল আর থাকবে না কিন্তু মানুষ আরেকবার প্রমান করে দিয়েছে এবং সিট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এবারেও তাই হবে তখন কিন্তু আবার হাতে পায়ে ধরে দলে ফিরতে আসবেন না ।কারণ তখন আমরা চাপে পড়ে যাব আবার তো আপনাদের জন্য জায়গা ঠিক করতে হবে।পাশাপাশি যারা দল পরিবর্তন করবেন তারা চলে যান, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী দোলা সেন।

Join Telegram

Join Now