মেডিকেল চেকআপ এবং খাদ্য সামগ্রী দান
![](https://anandabarta.in/wp-content/uploads/2021/06/Sequence-01.Still081-1.png)
কৈয়র সখা সমিতি পাঠাগার এবং বর্ধমান ফুড ফ্যামিলি থেকে মেডিকেল চেকআপ এবং খাদ্য সামগ্রী দানের ব্যবস্থা করা হলো। খণ্ডঘোষে র কৈয়র বারোয়ারী আটচালায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ব্লাড প্রেসার সুগার চেক আপের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পত্র প্রদান করা হয় এদিন। একইসঙ্গে যে সকল ছোট ছোট শিশুরা সেখানে উপস্থিত ছিল তাদের কেক চকলেট হেলথ ড্রিঙ্ক এসব দেওয়া হয়। চারিদিকে করোনা পরিস্থিতির মধ্যে অসহায় অবস্থার মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ। প্রায় লকডাউনের মধ্যে কাজ হারিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে অনেকেই। তাই আজকের এই উদ্যোগ। গ্রামের একজন ডাক্তার ডক্টর অমিত গোস্বামীর সহযোগিতায় ডক্টর সব্যসাচী মুখার্জি কে মেডিকেল চেকআপের জন্য আনা হয়। একই সঙ্গে রয়েছেন বেশকিছু জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের প্রত্যেকের সহযোগিতায় আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল চেকআপের আয়োজন করা হয়। পরবর্তীকালে এই কর্মসূচি আরো বহুদূর পর্যন্ত চালিয়ে যাবেন বলে জানালেন ক্লাবের সেক্রেটারি।
![](https://anandabarta.in/wp-content/uploads/2021/06/Sequence-01.Still001.png)