মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পুরো রাজ্য আজ থেকে সাটডাউন

পশ্চিমবাংলা :আনন্দবার্তা – মঙ্গলবার সকাল থেকেই লক ডাউনের ভালো প্রভাব লক্ষ্য করা গেলো বর্ধমান শহর জুড়ে। অত্যাবশকীয় পন্য ছাড়া বন্ধ রয়েছে প্রায় সমস্ত দোকান। সকাল থেকেই বর্ধমান শহরে সব্জি বাজার ও রানীগঞ্জ ,তেঁতুলতলা মাছ বাজারে লাইন দিয়ে প্রয়জনীয় বাজার সেরে নিতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রায় শুনশান বর্ধমানের রাস্তা ঘাট চলছে হাতেগোনা জরুরি পরিষেবা কিছু গাড়ি। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও নগন্য।
মূলত এদিন সকাল থেকেই বর্ধমান পুলিশ প্রশাসন রীতিমতো লক ডাউনের জন্য প্রত্যেক পথ চলতি মানুষদের আটকে সচেতন করেন বাইরে বেরোনোর জন্য ,এছাড়া অনেক মানুষ বিনা কারণে বাজারে বেরোন লক ডাউনের দৃশ্য দেখতে, কার্যত তাদের আটকে বাইকের চাবি নিয়ে নেন পুলিশ ,এছাড়া সাতজনের বেশি জমায়েত অবস্থায় আটক করা হয় পুলিশের পক্ষ থেকে।
মানুষ কবে বুঝবে ?সব দেখছে ,শুনছে তবু যেন কার কি আসে যায়। করোনা..সে আবার কি ?যাদের হয়েছে হয়েছে। আমাদের কি ?মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পুরো রাজ্য আজ থেকে সাটডাউন। জানি না মানুষ কবে সচেতন হবে ?সচেতন যখন হবে তখন যেন সব শেষ না হয়ে যায়। এতো পরিশ্রম করছে মমতা ব্যানার্জী সহ প্রশাসন এবং সাংবাদিকরা। বসে থাকুন বাড়িতে দয়া করে ,এটা র ও একবার অনুরোধ।