মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশুকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: অবশেষে জল্পনা সত্যি হল। পুত্র শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মেগা-দলবদল। মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে দলে স্বাগত জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশুকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দুপুরেই জল্পনার অবসান ঘটে গিয়েছিল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় জানিয়ে দিয়েছিলেন, আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তারপর ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে পৌঁছন মুকুলবাবু। একে একে পার্টি অফিসে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। মুকুলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এখন সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মুকুলবাবুও। সেই সাংবাদিক বৈঠকের হাইলাইটস— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মুকুল রায় এবং শুভ্রাংশু রায়কে স্বাগত জানালেন পার্থ চট্টোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।