মানবিক রাজ্যসরকার সহ কোলাঘাটের বিডিও

গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ্য ছিলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা বছর ৫৫ র সমর মাইতি।শনিবার রাতে তাকে হাওড়া জেলার উলুবেড়িয়ার এক বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়।পেশায় সমর বাবু সব্জি বিক্রেতা।খুবই অভাব অনটনের মধ্যে সংসার চালাতেন।চিকিৎসার ব্যয়বহুল হওয়ায় চিন্তায় ছিলো সমর বাবুর পরিবার।এই অসুস্থতার খবর রাতে পান কোলাঘাটের বিডিও মদন মন্ডল।তবে এই দুঃস্থ পরিবারের রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী কার্ড ছিলো না।

আর এই খবর জানার পরই রীতিমতো তৎপর হন মানবিক বিডিও মদন বাবু।রবিবার অফিস বন্ধ থাকলেও কয়েকজন কর্মচারীদের নিয়ে সকালবেলাই ছুটলেন উলুবেড়িয়ার ওই বেসরকারি নার্সিংহোমে।এরপর নার্সিংহোমের মধ্যেই রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে হাতে তুলেদিলেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল।মদন বাবু জানান,এই স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে চিকিৎসার ক্ষেত্রে ৫ লাখ টাকা ছাড় পেতে পারেন রোগীর পরিবার।

আর এই কার্ড এদিন বিডিও হাতে তুলেদেন সমর বাবুর স্ত্রী অনিমা মাইতির হাতে।এদিন অনিমা দেবী মানবিক রাজ্যসরকারের এই সহায়তায় চোখের জল আটকে রাখতে পারেননি।এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কোলাঘাটের বিডিও মদন মন্ডলকে ধন্যবাদ জানান রোগীর পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *