বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভারতের ‘প্রথম করোনা ভ্যাকসিনের’ ডোজ নিয়ে সুস্থ দুর্গাপুরের চিরঞ্জিত্

Published on: August 27, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সৌজন্যে :ইন্টারনেট –ভুবনেশ্বরের The IMS & SUM হাসপাতালে অনুষ্ঠিত ওই ট্রায়ালের জন্য চিরঞ্জিত্ উপযুক্ত কিনা তার জন্য তাঁর ডায়াবিটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের রোগ-সহ মোট ৫০ ধরনের টেস্ট করা হয়

 করোনা সংক্রমণ ঠেকাতে  গোটা দুনিয়া হন্য হয়ে খুঁজছে করোনার ভ্যাকসিন।আইসিএমআররের অনুমতি নিয়ে ভয়ঙ্কর এই রোগের টিকা কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। সেই টিকারই ট্রায়াল দিয়ে সুস্থ শরীরে ঘরে ফিরলেন দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জিত্ ধীবর।

গত ২২ জুলাই থেকে ভুবনেশ্বরে কোভ্যাকসিনের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের স্ক্রিনিং শুরু হয়। ২৭ জুলাই শুরু হয় মানবশরীরে ওই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ। গোটা দেশ যখন করোনা নিয়ে আতঙ্কে কুঁকঁড়ে তখন ওই ট্রায়ালের জন্য নাম লিখিয়েছিলেন দুর্গাপুরের কাঁকসার শিক্ষক চিরঞ্জিত্ ধীবর। ট্রায়ালের জন্য নির্বাচিতও হন তিনি। টিকা নেওয়ার জন্য ২৪ জুলাই ভুবনেশ্বর যান চিরঞ্জিতবাবু।

গত ২৯ জুলাই তাঁর শরীরে  প্রয়োগ করা হয় কোভিড  ভ্যাকসিন । এরপর প্রথম পর্বের দ্বিতীয় ডোজও গত ১২ অগাস্ট চিরঞ্জিতের শরীরে প্রয়োগ করা হয় ।

ওই ডোজ দেওয়ার ৭ দিন ও ১৪ দিনের মাথায় অ্যান্টিবডি টেস্টের জন্য রক্ত নেওয়া হয় চিরঞ্জিতের শরীর থেকে। ২৬ অগাস্ট ২৮তম দিনে ব্লাড স্যাম্পেল দিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয় তাঁকে। ২৬ অগাস্টই সন্ধ্যেয় তিনি তাঁর দুর্গাপুরের বাড়িতে ফিরেছেন। আপাতত সুস্থই আছেন । এরপর ১০৪ তম ও ১৯৪ তম দিনে চিরঞ্জিতকে ভুবনেশ্বর যেতে হবে শারীরিক পরীক্ষার জন্য।



Join Telegram

Join Now