বাজারে ঢোকার মুখে সানিটাইজিং টানেল উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রিয়া ঘোষ:কলকাতা -বেহালা পশ্চিমে এই প্রথম সরশুনা বাজারে ঢোকার মুখে সানিটাইজিং টানেল বসানো হলোউদ্বোধন করলেন বেহালা পশ্চিম এর বিধায়ক  তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়তিনি জানান এ রকম আরও চারটি বড় বাজারের প্রবেশ পথে এ ধরনের সানি টাইজিং টানেল বসানো হবেকরোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছেনএ ধরনের বাজারগুলিতে যেহেতু বেশি সংখ্যক মানুষ আসা-যাওয়া করেন, তাই তাদের সুরক্ষার জন্য এই ধরনের সানিটাইজিং টানেল বসানো হোলো

রাজ্যে করোনা অনুসন্ধানে কেন্দ্রীয় দল আসার সম্পর্কে বলেন যেখানে অন্য রাজ্যে থাকা শ্রমিকরা- ছাত্র-ছাত্রীরা রাজ্যে ফিরতে পারছেন না অথচ কেন্দ্রীয় দল কিভাবে এলেন, তাদের কি কোয়ারেন্টাইন এ রাখা হয়েছিল, এটা সাধারণ মানুষের প্রশ্নআর তারা যদি ঘুরে দেখতে চান তাহলে মুখ্যমন্ত্রী তো আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন না, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন কিছু করাটাকে মানুষ ভালো চোখে দেখছেন না


এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে  লকডাউন পরিস্থিতিতে কিছু  বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ছাত্র ছাত্রীদের বেতন জমা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন  উত্তরে তিনি বলেন এ ধরণের ঘটনা ঘটলে, সরকারি নির্দেশিকা কে অমান্য  করলে সেই সমস্ত স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবেএমনকি ওই স্কুলের এনওসি বাতিল করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *