বাগিলা মোড়ে ক্রেন এর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বাগিলা মোড়ে অর্থাৎ এফসিআই গোডাউন এর সামনে ও শিবশক্তি স্টোরের সামনে বাগিলা পঞ্চায়েতের অন্তর্গত কিশকিন্ধা গ্রামের বাসিন্দা সাদিকুল হক পেশায় ডিম বিক্রেতা বয়স 24 বছর, তিন মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ নেই। তিনি আজ বিকেল পাঁচটা নাগাদ বাগিলা মোড়ের কাছে সাইকেলে করে মেমারি বাজারের দিকে আসছিলেন। এমত অবস্থায় আরেকটি ক্রেন মেমারি বাজারের দিকে আসছিল। ওই ক্রেনটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে।
গুরুতর জখম অবস্থায় তাকে মেমারি হসপিটালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।ঘটনা সুত্রে জানা গেছে যে ব্যক্তি ক্রেনটি চালাচ্ছিলেন তিনি মেমারি থানার যে সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো হয় ওই ক্রেন এর মাধ্যমেই গাড়িগুলোকে রাস্তা থেকে সরানো হয়। ক্রেন ড্রাইভার কে এখনো পাওয়া যায়নি ।