বাংলার মেয়ের বিশ্বরেকর্ড, বাঙালির গর্বের দিন

সবাইকে টপকে গেলেন ঝুলন গোস্বামী!

আর কাউকে টপকাতে হবে না।
বাংলার মেয়ে ঝুলন গোস্বামী এখন নিজেই সবার উপরে উঠে গেলেন। মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ঝুলন।চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাওয়ার পর যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ঝুলন। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পেয়ে ঝুলন সবাইকে টপকে গেলেন।

বিশ্বকাপে এখন তিনি ৪০টি উইকেট পাওয়া বোলার।এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু’টি বিশ্বকাপে ২০টি ম্যাচে ৩৯টি উইকেট পেয়েছিলেন। এবার ঝুলন ২০০৫-২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে ৪০টি উইকেট পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *