বহরমপুর কোভিড হাসপাতালে চিকিৎসকদের হেনস্তার অভিযোগ
সোনা গোস্বামী:মুর্শিদাবাদ:-বহরমপুর কোভিড হাসপাতালে চিকিৎসকদের হেনস্তা করার অভিযোগ উঠলো তৃণমূল নেতার আত্মীয়পরিজনদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয় বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতাল চত্ত্বরে। অভিযোগ- এদিন করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন খড়গ্রাম ব্লকের তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মন্ডল।
এদিন রাতে তার সাথে দেখা করতে যান তার পরিবার সদস্যরা। হাসপাতালের পরিবেশ, রোগীর বেড পচ্ছন্দ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকদের হেনস্তা করে ওই তৃনমুল নেতার আত্মীয়পরিজন বলে অভিযোগ চিকিৎসকদের। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চার ব্যক্তিকে আটক করে বহরমপুর থানার পুলিশ। ঘটনায় এদিন রাতে স্বাভাবিকভাবে উত্তেজনার পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্ত্বরে।